কেশবপুর পৌর প্রতিনিধি

যশোরের কেশবপুর প্রেসক্লাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও মালামালে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গত ৪ আগস্ট বিকেলে ছাত্রদের আন্দোলনের ভেতর একদল দুর্বৃত্ত তিন দফা হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।

দুর্বৃত্তরা কেশবপুর প্রেসক্লাব মিলনায়তন, গ্রন্থাগার, সভাপতি-স¤পাদকসহ সাংবাদিকদের দুটি কক্ষ, সিসিটিভি, সাইনবোর্ড, বৈদ্যুতিক মিটার, বিভিন্ন কক্ষের জানালার থাই গ্লাস ও বিভিন্ন মালামাল ভাংচুর করে। এ সময় সাংবাদিকদের তিনটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।

পরে দুর্বৃত্তরা যশোর-চুকনগর সড়কের উপর প্রেসক্লাবের শতাধিক চেয়ার, বিভিন্ন মালামাল ও সাংবাদিকের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এতে প্রেসক্লাবের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবে বৈদ্যুতিক সংযোগ পুনরায় চালু হলে গুড়িয়ে দেয়া বিভিন্ন মালামাল সরিয়ে সাংবাদিকরা কার্যক্রম শুরু করেন।

এ ব্যাপারে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী এ ঘটনাকে নিন্দনীয় ঘটনা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version