কেশবপুর সংবাদদাতা

কেশবপুর মাঠে মাঠে শরতের কাশফুলের অপরূপ শোভায় শারদ সাজে সেজেছে পল্লী গ্রামের মাঠ প্রান্তর। শরৎ ঋতুটি আসে তার সব ভালোবাসা ও শুভ্রতা নিয়ে। বর্ষার মেঘের অন্ধকার ভেদ করে এসে প্রকৃতি প্রেমিকদের মনে আনন্দের দোলা দিতে।

শরতের আগমনের সাথে সাথে কেশবপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে খোলা জায়গায় নদী খালের পাড়ে দেখা দিয়েছে কাশফুল। বিস্তীর্ণ মাঠ ভরে গেছে কাশফুলে। দূর থেকে দেখে মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা কাল্পনিক ছবি।

রাস্তার পাশে কাশফুলের এমন সৌন্দর্য নজর কাড়ছে পথচারীর। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান সাগরদাঁড়ি কপোতক্ষ নদের চারপাশে ঘুরে দেখা যায়, খালি মাঠে, রাস্তার ধারে কাশফুল ফুটে আছে।

বিশেষ করে মঙ্গলকোট, সুফলাকাটি পিচ ঢালা রাস্তার পাশে যেন কাশফুলের মেলা বসেছে। কয়েক একর জায়গা জুড়ে ফুটে আছে কাশফুল। প্রকৃতিপ্রেমীরা কাশফুলের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার লোভ সামলাতে না পেরে তুলছে বিভিন্ন ভঙ্গিতে ছবি।

ঘুরতে আসা আবু হুরাইরা বর্ষণ ও আবু সালেহ মাসউদ হাসান নামের দুজন দর্শনার্থী বলেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। বিভিন্ন দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরি সেখানে। তাই আজ কাশফুল নিয়ে একটা ভিডিও বানাতে আসলাম। অন্যান্য ফুলের তুলনায় কাশফুলের প্রতি নেটিজেনদের আকর্ষণ একটু বেশি।

আশরাফুজ্জামান জানান, কাশফুল আমাকে বরাবরই মুগ্ধ করে তাই কাশফুল ফোটার খবর পেয়ে এখানে চলে আসছি। কাশফুল জন্মানোর প্রধান জায়গা হচ্ছে নদীর তীর। এখন ধীরে ধীরে নদীর তীর দখল করে কৃষি কাজ করা হচ্ছে যার ফলে জায়গা সংকীর্ণ হয়ে আসছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version