কোটচাঁদপুর সংবাদদাতা
রোববার সন্ধ্যায় কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা ভবনে জাহানারা খাতুন নামে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। কোটচাঁদপুরের কৃতি সন্তান বিশ্বখ্যাত চিকিৎসক ও গবেষক ড. প্রকাশ চন্দ্র দাসের ছোট ভাই ডা. বিকাশ চন্দ্র দাস এ লাইব্রেরির উদ্বোধন করেন।
এ উপলক্ষে কোটচাঁদপুর পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. বিকাশ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী পিয়ালী দাস। পৌর প্যানেল মেয়র জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হাওলাদার, প্রনাস সভাপতি শরিফুজ্জামান আগা খান, সংস্কৃতি কর্মী সোনালী চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শাহাজান শীলন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তার বড় ভাই ড. প্রকাশ চন্দ্রের লেখা তিনটি বই পৌর মেয়রের হাতে তুলে দেন।
শিরোনাম:
- প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি
- হরিণের ফাঁদে আটকা বাঘ দেখতে হাজারো মানুষের ভিড়
- সামাজিক বনায়নে সাফল্য এনেছে কোটচাঁদপুরসহ ৩টি উপজেলা
- মাগুরায় ভোক্তার অভিযানে গ্যাস ডিলারকে লাখ টাকা জরিমানা
- যশোরে দুই দিনব্যপি ব্যঞ্জন উৎসব শুরু
- খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
- যশোরে দুই সহিংস ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক
- কুয়াশার চাদরে অন্য রকম যশোর
