কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক শামিম রেজার নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকা বাসী।
শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দহ গ্রামের পূর্ব পাড়ায় শত শত নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহিদুল ইসলাম, জাবেদ আলী, সাইদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৬ আগস্ট সন্ধ্যায় কুশনা মামা ভাগ্নের বাঁওড়ের মাছ ধরা জাল চুরির অপবাদ দিয়ে চাঁন মিয়া ও সাইদুরকে সন্ত্রাসী সাজ্জাদ, জুবায়ের, সুজন মারধর করে এতে নেতৃত্ব দেয় বকুল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নে পরিচয়ে বকুল ক্ষমতার দাপট দেখিয়ে সুজনকে দিয়ে একি গ্রামের সাইদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। শুধু রক্তাক্ত জখম করেই ক্ষ্যান্ত হননি বকুল। নিজেরা মামলা থেকে রক্ষা পেতে কৌশলে তারই মা আছিয়া খাতুনকে দিয়ে ঝিনাইদহ জেলা আদালতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা করে মামলা দায়ের করে। সেই মামলায় আসামি করা হয়েছে ভোরের চেতনা প্রতিনিধি শামিম রেজাকে। মারামারি সময় শামীম ঘটনাস্থলে ছিলেন না। ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী।
শিরোনাম:
- অনলাইন প্রশ্নব্যাংক স্থগিতে লাভবান কারা?
- আবারও তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর
- ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবেই : অমিত
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
- পদক প্রদানের মধ্য দিয়ে সাঙ্গ হলো বৈশাখী লোকনাট্য উৎসব
- যবিপ্রবিতে উপস্থিতির হার ৯৩ দশমিক ২৮ শতাংশ
- যশোরে ইউপি মেম্বরসহ আ.লীগের চার নেতা আটক
- নানা আয়োজনে কবি গুরুর জন্মদিন উদযাপন প্রাচ্যসংঘের