খাজুরা সংবাদদাতা
বাঘারপাড়া উপজেলার খাজুরায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী বাধন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় তাকে আটক করা হয়।

বাধন বিশ্বাস (১৯) উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ‘বিষাক্ত ছেলে’ নামে ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে একটি পোস্টে কমেন্ট করে বাধন বিশ্বাস নামে ওই তরুণ। গত ১০ নভেম্বর বিকেলে সেই কমেন্টের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কটুক্তিকারীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেন বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুর রহমান।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সোমবার দিবাগত রাত ২টায় খাজুরা পুলিশ মণিরামপুর উপজেলার মশিহাটি থেকে কটুক্তিকারী বাধনকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, প্রযুক্তির সহযোগিতায় অভিযুক্ত বাধন বিশ্বাসকে আটক করা হয়। তিনটি ধারার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version