পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় নিখোঁজের ৬ দিন পর কপোতাক্ষ নদে মিললো রবিউল গাজীর (৪৮) মরদেহ। রোববার সকালে উপজেলার আগরঘাটার পালপাড়াস্থ কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌছে নদ থেকে লাশটি উদ্ধার করলে একপর্যায়ে নিহতের পরিবার লাশের পরিচয় সনাক্ত করেন।

তিনি উপজেলার গদাইপুরের তোকিয়া গ্রামের মৃত মনছুর গাজীর ছেলে। তবে, তিনি সাতক্ষীরার তালা উপজেলার মাগুরায় বসবাস করতেন।

নিহতের পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি বেলা ২টার দিকে রবিউল তালার বালিয়া খেয়াঘাট হতে নৌকায় নদ পারা-পারের সময় হঠাৎ নদীতে পড়ে যায়। তীব্র শীতের মধ্যে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দু’দিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

এদিকে লাশ উদ্ধারের ঘটনায় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর মিয়া নিহতের পরিবার ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, নিহত রবিউল দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত ছিল।

এ বিষয়ে থানার ওসি গোলাম কিবরিয়া নৌ-পুলিশের বরাত দিয়ে বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version