সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক আফরোজা আখতার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সাতক্ষীরা অধিনায়ক লে. কর্ণেল নাবিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুর জামান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, পৌরসভার সিইও মো. আছাদুজ্জামান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসুম,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী তরিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, পিপি এড আব্দুস সাত্তার, জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম প্রমুখ।
সভায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদকবিরোধী অভিযান, সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
