পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে পাখি নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পাখি উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলির পুত্র বাবুর শিশুন্যা।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে আঁটি গালে দিয়ে গিলতে যায়। একপর্যায়ে বরই তার গলায় আটকে যায়। নানাভাবে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। অগত্যা তার দাদি স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যায়।
ডাক্তারের কাছে সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে শিশুটির মৃত্যু হয় বলে পারিবারিকভাবে জানা গেছে।
কপিলমুনি ইউনিয়নের কওছার আলী জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। বিকালে শিশুটির জানাজা শেষে দাফন করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version