ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছা বি এম হাই স্কুলের নতুন কমিটি নির্বাচনে অশরীরি শক্তির কমিটি চূড়ান্ত হওয়ার পথে বলে জানা গেছে। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। সে অনুযায়ী অশরীরি শক্তির পক্ষের সদস্যের বাইরে কেউ মনোনয়ন পত্র কিনতে এবং জমা দিতে পারেননি।

বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলের নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, মঙ্গলবার মনোনয়নপত্র জমাদামের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন – অভিভাবক সদস্য যথাক্রমে হোসেন মোহাম্মদ ওমর শরীফ, মোহাম্মদ এনামুল হক, সাফায়েত হোসেন, জাহিদ আনোয়ার এবং পারভীনা আক্তার। দাতা সদস্য হিসেবে মাহমুদ মুকুল। শিক্ষক প্রতিনিধি ৩ জন হলেন, আব্দুস সোবহান, আব্দুস সামাদ এবং মোসাম্মাৎ হালিমা খাতুন মুক্তা। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কেউ মনোনয়নপত্র জমা দেননি। এ কয়টি পদে অন্য কোন ব্যক্তি মনোনয়নপত্র জমা না দেয়ায় আর কোন প্রতিদ্বন্দ্বি রইল না। তফসিল অনুযায়ী আগামী ৩০ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই এবং ১ জুন শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এ সকল সদস্যরা চূড়ান্তভাবে নির্বাচিত। এতে করে অভিভাবকদের আশঙ্কায় সত্য হয়েছে-‘অশরীরি শক্তিই ঝিকরগাছার বড় শক্তি’।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version