চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগণের কবলে পড়ে তিন ছিনতাইকারী আটক হয়েছে। এ সময় তাদের সাথে থাকা একটি প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, খুলনা জেলার লবনচোরা থানার ছাচিবুনিয়া এলাকার ইমন (৩০), ইমরান (৩২) ও সুমন (৩০)।

স্থানীয়রা জানান, এদিন দুপুর দেড়টার দিকে বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের এনজিও কর্মী আফরা গ্রামের হালিমা খাতুন অফিসের প্রায় আড়াই লাখ টাকা সোনালী ব্যাংক সলুয়া শাখা থেকে তুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় যশোর থেকে একটি কালো রঙের প্রাইভেট কার (যার নং-ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) এসে হালিমার হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ছিনতাই করে চৌগাছা বাজারের দিকে চলে যায়। এ সময় তার চিৎকারে লোকজন জড়ো হয়ে মশিউরনগর বাজারে ব্যারিকেড দিলে ছিনতাইকারীরা গাড়ি ঘুরিয়ে পুনরায় সলুয়া বাজারে আটকা পড়লে জনগণ তাদেরকে উত্তম-মধ্যম দেয় এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী ও গাড়িটি জব্দ করে থানায় নেয়। তবে ছিনতাইকারী আটক হলেও ভুক্তভোগী হালিমার টাকা ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। জানা গেছে, ছিনতাইকালে জড়িত প্রাইভেটকারটি এদিন সকালেই খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে ছিনতাই করে এই তিন ছিনতাইকারী।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় ছিনতাই মামলা হয়েছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version