তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি পরিচালিত বেজপাড়ার স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে সংগঠনের ৫৩ জন নারী সদস্যদের নিয়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও প্রধান অতিথি ছিলেন ল্যাবজোন স্পেশালাইজড হসপিটালের প্রসূতি-গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. নিলুফার ইসলাম এমিলি। তিনি ব্রেস্ট ক্যান্সার রোগের লক্ষণ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করেন। সংগঠনের ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সংগঠনের নাজির শংকরপুর, যশোর এর নাজির শংকরপুর-২, পুরাতন কসবা কাজীপাড়ার উজ্জ্বল, খড়কী দক্ষিণ পাড়ার পাথেয় মহিলা উন্নয়ন সংগঠনে স্থানীয় শিশু ও গর্ভবতী মায়েদের নিয়ে পুষ্টিকর খাবার রান্না ও খাবার খাওয়ানো হয়।
অপরদিকে, যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় জয়তী সোসাইটির ১৩টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণকারী ৪৩ জন ছাত্র-ছাত্রীকে আগামী ২৪ জানুয়ারি পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুনসহ শিক্ষিকাবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
