বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ৪০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০০টি নিম গাছকে ‘জিয়া ট্রি’ হিসেবে এবং বাকি ২০০টি বিভিন্ন ফলজ গাছ বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু এই কর্মসূচির আয়োজন করেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বনির্ভরতা এবং পরিবেশ সচেতনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।
শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার সময় টিপু বলেন, গাছ লাগানো মানেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এই ‘জিয়া ট্রি’ বিতরণের মাধ্যমে আমরা আমাদের নেতার স্মৃতিকে স্মরণ করছি এবং একই সঙ্গে পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করছি।
এই উদ্যোগে রবিউল ইসলাম টিপুর সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, রবিউল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান ফারিস দিব্য, রিয়াদ হোসেন, মাহবুব আলম শাহীন, আব্দুল আহাদ গাজী, রেজওয়ান রহমান নিশান, সহ-সাধারণ সম্পাদক তানভীর ইসলাম পলক, ইশতিয়াক রহমান পবন, আবুল কাশেম, ইমদাদুল হক রাকিব, আল আরাফাত মাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সাকিব আহমেদ সিয়ামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।