বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরতলীর মুড়লি জোড়া শিব মন্দির জবরদখলের অভিযোগ উঠেছে জেলা পূজা পরিষদের কিছু নেতা ও তাদের আজ্ঞাবহদের বিরুদ্ধে।

জবরদখলের এ অভিযোগ তুলে মানববন্ধন করেছে যশোরের সনাতন ধর্মসংঘ ও কয়েকটি হিন্দু সংগঠন। মানববন্ধন থেকে দাবি করা হয়েছে আদালতের রায় উপেক্ষা করে জেলা পূজা পরিষদের কয়েক নেতা ও তাদের আজ্ঞাবহরা মুড়লি জোড়া শিব মন্দির জবরদখল করে মন্দিরের প্রকৃত সেবায়েত আদালত কর্তৃক মীমাংসিত অধ্যাপক অখিল চক্রবর্তীকে বিতাড়িত করে সেখানে মুকুল ব্যানার্জীকে পুরোহিত করে নিজেদের সুবিধা আদায় করে চলেছেন। মানববন্ধন থেকে মন্দির উদ্ধারেরও দাবি জানানো হয় পুলিশ সুপার ও ওসির কাছে।

শুক্রবার বিকেলে যশোর চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সনাতন ধর্মসংঘের সভাপতি অশোক ঘোষ, মুড়লি জোড়া শিব মন্দিরের সেবায়েত ও যশোর সনাতন ধর্মসংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী, মুড়লি জোড়া শিব মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যাপক গোপিকান্ত সরকার, হিন্দু পরিষদের সভাপতি রনজিত দাস, নন্দিতা দত্ত, শরীফ হোসেন বাবু, সবুজ দাস, সজল দাস প্রমুখ।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version