ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত আমিরুল ইসলাম নামের আরও এক আসামিকে পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর থেকে আটক করেছে পুলিশ। আটক আমিরুলকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা পিয়াল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা আসামিদের মধ্যে আমিরুল ইসলামকে পুলিশ গতকাল আটক করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত পাঁচজন আসামি আটক হয়েছে। আটক অন্যরা হলেন, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুষার হোসেন। আটকদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন পিয়াল হত্যাকাণ্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫ জন আসামি আটক হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version