বাংলার ভোর প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে যশোরে সম্মুখসমরে নেতৃত্ব দেয়া রাশদে খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমর্থিত প্রার্থী হিসেবে কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তিনি তার ভক্ত সমর্থকদের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও জুলাই আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদমিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন সিপিবির অ্যাড. আমিনুর রহমান হিরু, ট্রেড ইউনিয়ন সংঘের মাহবুবুর রহমান মজনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনর রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লিগের জিল্লুর রহমান ভিটু, বাম নেতা আব্দুর রহিম, উদীচী যশোরের রিয়াদ আহমেদ প্রমুখ।

Share.
Exit mobile version