বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এক বিশাল প্রচার মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে খুলনা বাসস্টান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলের পূর্বে দুপুর থেকে সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঈদগাহ মোড়ে সমবেত হতে থাকেন। বিকেলে প্রার্থী আব্দুল কাদের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন কামনা করেন।
ঈদগাহ ময়দানে মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক নূর-ই-আলী নূর আল মামুন। বক্তৃতা করেন যশোর-৩ আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী আব্দুল কাদের, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী,শহরের ভারপ্রাপ্ত আমির মাওলনা ইসমাইল হোসেন প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বলেন, মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই এই সদর উপজেলাবাসীর উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা হবে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত, আমাদের আত্মসামাজিক ব্যবস্থাকে আরও উন্নত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করা হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবো এবং কৃষকদের যে সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করবো। ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
