বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামে ভ্যানের ধাক্কায় ইয়ানুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাজার থেকে সদয় নিয়ে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে ভ্যানের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই আনারুল ইসলাম জানিয়েছেন, ইয়ানুর রহমানের গ্রামের বাড়ি ওই পাঁচপোতা গ্রামে। তিনি ঢাকার সদরঘাটের ফাতেহাবাদ এলাকায় গার্মেন্টসের ব্যবসা করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন।

বৃহষ্পতিবার মাগরিবের সময় গ্রামের বাজার থেকে সদায় নিয়ে বাড়ি ফিরছিলেন।পথের মাঝে পৌঁছেলে একটি চার্জার ভ্যান এসে পিছন থেকে ইয়ানুর রহমানকে সাজরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

এরপর চিকিৎসার জন্য রাত ৮ টা ১৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন ইয়ানুরকে মৃত ঘোষণা করে বলেন, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতাল মার্গী রয়েছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version