বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছার মাটিকোমরা গ্রামে রাস্তার পাশ থেকে সাহেব আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই গ্রামের মাটিকোমরা-কুল্লা রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন ঝিকরগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয়রা জানান, সাহেব আলী মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার ভোরে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন সাহেব আলীর লাশ পড়ে আছে। তখন পুলিশকে খবর দেয়া হয়। হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাটিকোমরা গ্রামের বাসিন্দা আতাউর রহমান মিন্টু বলেন, সাহেব আলী বেশ কিছুদিন দুশ্চিন্তায় ভুগছিলেন। জায়গা-জমি বিক্রি করে তিনি সিলেট থাকতেন। সপ্তাহখানেক আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গ্রামে চলে আসেন। সাহেব আলী আগেও দুবার স্ট্রোক করেছিলেন, তিনি ডায়াবেটিসের রোগী। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version