ঝিনাইদহ সংবাদদাতা
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়।
এ ছাড়াও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল হামিদ খান।
সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ ‘সরকারি যাকাত ফান্ড’ শিরোনামে সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে যাকাত প্রদানের জন্য অনুরোধ জানান।
শিরোনাম:
- মণিরামপুরে বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
- যশোরে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
- শৈতপ্রবাহে সরবরাহ কম, বেড়েছে সবজির দাম
- খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চৌগাছায় দোয়া মহফিল
- সহযোগিতার উষ্ণতায়…জয় হোক মানবতার
- যশোরে টানা দ্বিতীয় দিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, জনজীবন বিপর্যস্ত
- যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরূমে আগুন নষ্ট হয়েছে প্রায় তিনশ’ বছরের পুরনো নথি
- কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু
