ঝিনাইদহ সংবাদদাতা
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়।
এ ছাড়াও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল হামিদ খান।
সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ ‘সরকারি যাকাত ফান্ড’ শিরোনামে সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে যাকাত প্রদানের জন্য অনুরোধ জানান।
শিরোনাম:
- প্রান্ত সীমায়…বরকতময় ক্ষমার মাস
- অভয়নগর ও মণিরামপুর থানার ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার
- যশোরে পালিত হলো পৃথিবী ও কলা বিপ্লব দিবস
- শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হলেন জিল্লুর রশীদ
- এএএম জাকারিয়া মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
- গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটের আহ্বান জানালেন সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম
- যশোরে ঢাবি শিক্ষার্থী ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ
- অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ক্রীড়া কর্মসূচি
