নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলায় সেফটি ট্যাংকের মধ্য থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে খরসংগ গ্রাম থেকে নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাসিমা বেগম ইব্রাহিম মোল্লার স্ত্রী।
রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহাজান আলী জানান, স্থানীয় লোকজন থেকে প্রথমে খবর পায় পুলিশ। পরবর্তীতে রাতে পুলিশের একটি দল গিয়ে সেফটি ট্যাংকের ভিতর থেকে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার হাত-পা ও মুখ বাধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর মরদেহটি সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে ।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক রয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
শিরোনাম:
- বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ
- যশোরে সড়কে গেল যুবকের প্রাণ
- যশোরের এসপির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
- দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে বিএনপি : অমিত
- শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধায় যশোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
- যশোরে দুদকের জালে ক্ষমতার আবর্তে থাকা এমপি মন্ত্রী আমলারা
- যশোরে বিজয় দিবসের উৎসবে গান আর নাচে মুখর টাউন হল ময়দান
- বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা
