তালা সংবাদদাতা
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে সোমবার তালায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, এনজিও প্রতিনিধি রনজিৎ দাস, প্রভাবী শীল, স্কুলছাত্রী সুবর্ণা ফিরোজ ঐশী প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version