বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব ড. খ. ক. কবিরুল ইসলাম বলেছেন, কারিগরি শিক্ষা বাংলাদেশের মূল ভিত্তি। এই শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বর্তমানে যেভাবে পরীক্ষা চলছে, তাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে যদি কোনো শিক্ষক বা কেন্দ্র সচিব নকল ও দুর্নীতির সাথে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আয়োজনে খুলনা বিভাগের ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কবিরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য পরীক্ষা সুন্দর করা। আমি বা আমার সরকার মনে করে কারিগরি শিক্ষা বাংলাদেশের মূল ভিত্তি। কারিগরি শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না।
তিনি বিগত দিনের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, বিগতদিনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পরীক্ষা হলে নকল দেয়া হয়েছে, কথা বলার সুযোগ দেয়া হয়েছে। আমরা দেখেছি সমবায় ভিত্তিতে পরীক্ষা দিতে। এমন পরীক্ষা আমরা চাই না, হবেও না।
তিনি আরও বলেন, ১০, ২০, ৩০ শতাংশ পাশ করুক কিছু যায় আসে না। আপনারা ভেবে দেখুন জাতি ধ্বংস করবেন নাকি গড়বেন।
নকল ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, আগামিতে যদি কোনো শিক্ষক, কেন্দ্র সচিব এই নকল ও দুর্নীতির সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ভোকেশনাল) পরিচালক প্রকৌশলী রেজাউল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (খুলনা) মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রাশিদুল আমীন এবং পেপার প্রেজেন্টেশন করেন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমীন।
শিরোনাম:
- নতুন জীবন পেয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন তিনি !
- অর্ধযুগ পর আবার এশিয়ান আর্চারির সোনা বাংলাদেশের
- যশোরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন দুইশ’ রোগী
- ইরানে হামলার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র
- যশোরে বিএনপি নেতা আকুলের মৃত্যুবার্ষিকী পালিত
- ১৫ বছর ধরে পরীক্ষার্থীদের কলম ও স্কেল দিয়ে চলেছেন রাজমিস্ত্রির সহকারী হুসাইন
- যশোর সদর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত
- যশোরে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে অংশীজনদের সমন্বয় সভা