বাংলার ভোর প্রতিবেদক
নবান্ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের ঘোপ জেল রোড বেলতলাস্থ সংস্থার কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, পূজা উদযাপন পরিষদ যশোরের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান যোগেশ চন্দ্র দত্ত, সংস্থার কোষাধ্যক্ষ চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য আশরাফুল আলম সেলিম, আবু জাফর মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান সোলায়মান মহি সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদ হাসান টুকুন অর্ধ শতাধিক গরীব মানুষের হাতে কম্বল তুলে দেন।

Share.
Exit mobile version