কালিগঞ্জ সাংবাদ দাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলমের নির্বাচনী জনসভা সোমবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূধনপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশা ও দল মতের বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল বলেন, দল এবার আমাকে মনোনয়ন দেয়নি। আমার মনোনয়নের জন্য সাধারণ নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। তাদের দাবিদাওয়া যখন মূল্যায়ন হলো না তখন তারা মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে এবং সে সময় যে অবিচার হয়েছিল তার প্রেক্ষিতে আপনারা বলেছিলেন স্বতন্ত্র নির্বাচন করতে।

তিনি আরও বলেন, আজকে আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ও অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য। সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য, আমাদের সম্মান পুনরুদ্ধারের জন্য, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোানেরা যে নিরাপত্তাহীনতায় ভোগে সে জায়গা থেকে তাদেরকে নিরাপত্তা দিতে ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য আজকের এ সমাবেশ। এককভাবে বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী কোনোকিছু অর্জন করতে পারে না। তাই আমরা যদি এক থাকতে পারি এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য একসাথে সংগ্রাম করতে পারি তাহলে বিজয় সুনিশ্চিত হবে। সকল প্রলোভন ও ভয়-ভীতি থেকে মুক্ত থেকে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল প্রতীককে বিজয়ী করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন, সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফির উদ্দীন সবুজের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন স্থানীয় ভোটার সালমা পারভীন, বৃদ্ধা রাবেয়া খাতুন, বৃদ্ধ আফসার আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, বিএনপি নেতা আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার মীর আনোয়ারুল ইসলাম আকুল, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।

Share.
Exit mobile version