বাংলার খেলা প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর। সোমবার মাগুরা জেলা স্টেডিয়ামে খুলনাকে ৭ রানে হারিয়ে সাত বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে শামসুদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা। যশোর ২০১৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে নড়াইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গেšরবার্জন করে।
যশোর টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২১৬ রান করে। ব্যাট হাতে যশোরের তৌফিক ইসলাম ২১ বলে পাঁচ, আসাদুল্লাহ হিল গালিব ১৫ বলে এক, অর্ঘ ঘোষ ৬০ বলে চারটি চারে ৩২, অর্থ খা নয় বলে দুই, আশফাকুজ্জামান ৩৩ বলে একটি চারে ১০, রবিউল ইসলাম ৬০ বলে নয়টি চারে ৫৬, সাগর রায় ৫৮ বলে তিনটি চারে ৪০, মাশফি রহমান ১৬ বলে একটি চারে নয়, আফিফ হাসান আট বলে ছয়, সিয়াম হোসেন ১৯ বলে তিনটি চার ও দু’টি ছয়ে অপরাজিত ৩১ ও শেখ সোয়েব ইসলাম আট বলে অপরাজিত সাত রান করেন।
বল হাতে খুলনার ফরাদিন হাসনাত ৩২ ও রাতুল হাসান সাত রানে নিয়েছেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আবরার সাফিন, ছাবিল ইসলাম ও হাসান ইব্রাহিম।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভার তিন বলে ২০৯ রানে গুটিয়ে যায় খুলনার দলীয় ইনিংস। খুলনার ব্যাটিং ইনিংসে হাসান ইব্রাহিম ২৫ বলে তিনটি চারে ১৮, ছাবিল ইসলাম ৬৮ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৫০, নাবিব নেওয়াজ ১৩ বলে দুই, মাহারাজ রায় ১১৮ বলে পাঁচটি চারে ৬০, রাতুল হাসান ১৩ বলে একটি চারে ছয়, আহনাফ জামান ২০ বলে একটি চারে ১০, আলিমুল ইসলাম ২৫ বলে একটি ছয়ে ১৫, ফারদিন হাসনাত আট বলে দু’টি চারে অপরাজিত ১৩, এছাা শুন্য রানে আউট হয়েছেন সিয়াম ও আবরার সাফিন।
বল হাতে যশোরের আফিফ হাসান ২৩ রানে ও এসকে সোয়েব ইসলাম ৩৩ রানে ৩টি করে এবং সিয়াম হোসেন ২টি উইকেট দখল করেন।
