বাংলার ভোর প্রতিবেদক
জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপ্ন পথিক মরহুম আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজারো অশ্রুসিক্ত মানুষের অংশগ্রহণে সোমবার বাদ আসর মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ের পাশের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজের সঞ্চলনায় দোয়া মাহফিল পরিচালনা করেন খড়কি পীরবাড়ি মসজিদের পেশ ইমাম। দোয়া পূর্ব আলোচনা করেন- জাগরণী চক্র ফাউণ্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, মরহুম আজাদুল কবির আরজুর ভাই এবং জেসিএফ নির্বাহী কমিটির সদস্য হারুন অর রশীদ, জিলা স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাওলানা মুফতি আশরাফ আলী, হাফেজ গোলাম মোস্তফা।
দোয়া মাহফিলে যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক কল্যাণ সম্পাদক ও সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম-উদ্-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম, শিশু নিলয়ের উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খান, আদ্-দ্বীন’র পরিচালক ফজলুল হক, আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুম আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মাহফিলে অংশ নেয়া নারীদের জন্য সংস্থার প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় আলাদা বসার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১ টা পাঁচ মিনিটে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আজাদুল কবির আরজু। পরে দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনদফা জানাজা শেষে আজাদুল কবির আরজুর ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।
