Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের কর্মী সমাবেশে গণভোটে হ্যাঁ প্রতিকে ভোট দেয়ার আহবান মামুনুল হকের
  • জাপাকে নির্বাচনের সুযোগ দিলে নির্বাচন বয়কট করবে গণঅধিকার : রাশেদ খান
  • ভারত বধে উৎসবের রাত বাংলাদেশের
  • যশোরে আবারো পরিত্যক্ত বোমা উদ্ধার
  • ন্যায়ভিত্তিক নির্বাচনের মাধ্যমে জাতি নতুন ইতিহাস দেখতে চায়: মোবারক হোসাইন 
  • ঝিকরগাছায় বিএনপির তারুণ্যের সমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবি
  • যশোরে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ
  • মণিরামপুরে উলামা ও সুধী সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, নভেম্বর ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নামেই মূর্তিমান আতঙ্ক ছিলেন শাহীন চাকলাদার

ক্যাডারদের হাতে প্রাণ গেছে দলীয় প্রতিপক্ষসহ বহু মানুষের
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৯, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতেবেদক
যশোরে শাহীন চাকলাদার নামটি ছিল মূর্তিমান আতঙ্ক। আওয়ামী লীগের শাসন আমলে তাকে ঘিরেই গড়ে ওঠে অপরাধের সাম্রাজ্য। গড়ে তোলেন নিজস্ব সিণ্ডিকেট। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদ ব্যবহার করে ব্যবসা, ঠিকাদারি, সন্ত্রাস, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্প লুটপাট, দখলদারি চালিয়েছেন দোর্দণ্ড প্রতাপে। দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। তাঁর ক্যাডার ভিত্তিক সন্ত্রাসী রাজনীতিতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ।

যশোর শহরের কাজিপাড়াস্থ কাঁঠালতলা মোড়ে দাঁড়িয়ে উত্তর দিকে তাকালেই ভাঙ্গা ও পোড়া গ্লাস আর অ্যালুমিনিয়ামের পাতের বহিরাবরণে তিনতলা বিশিষ্ট বাড়ি দেখা যাচ্ছে। তালাবদ্ধ বাড়িটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার। বাড়িটির গা ঘেসেই সাদা রঙের এক তলা বিশিষ্ট ভবন। ভেতরে ভাঙচুর করা হয়েছে। আগুনও দেয়া হয়েছে কোথাও কোথাও। এই বাড়িটির মালিকও শাহীন। এই ভবনটি তিনি ব্যক্তিগত দলীয় ও ব্যবসায়িক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। পথচারী এক বৃদ্ধ ভবনটি দেখে বললেন, কয়দিন আগেও এখানে বসেই গোটা যশোর নিয়ন্ত্রণ হত। আর এখন সুনশান নীরবতা। সবই সৃষ্টিকর্তার খেল!

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে শহরের চিত্রামোড়স্থ শাহীন চাকলাদারের ১৪ তলা বিশিষ্ট পাঁচ তারকা জাবীর হোটেল, কাঁঠালতলার বাড়ি ও পাশের অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট করে দুবৃর্ত্তরা। তার আগেই হামলা-অগ্নিসংযোগ হতে পারে এমন খবরে পরিবার নিয়ে সটকে যান তিনি। সরকারের পতনের পর থেকে তাকে যশোরে আর দেখা যায়নি। শাহীন চাকলাদার দেশেই গা ঢাকা দিয়ে আছেন, নাকি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন; তা নিয়ে যশোরে ব্যাপক আলোচনা চলছে। সর্বশেষ, দুর্নীতি দমন কমিশন তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে। ইতোমধ্যে শাহীন চাকলাদার এবং তার স্ত্রী ও সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

আ.লীগের পদ আলাদিনের চেরাগ!
২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ঠিকাদারি ব্যবসায় নামেন শাহীন চাকলাদার। তৎকালীন যশোরের বিএনপি নেতাদের সুবিধা দিয়ে ঠিকাদারি করে অর্থবিত্ত গড়ে তোলেন। হঠাৎ ২০০৩ সালে যশোর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে স্থান করে নেন তিনি। সবাইকে চমকে দিয়ে পরের বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে যান। মূলত তখন থেকেই শুরু শাহীন চাকলাদারের একক আধিপত্য বিস্তারের রাজনীতি। তার এই পথে যারা বাধা হয়েছিলেন তাদের সরাতে বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। একপর্যায়ে শাহীন চাকলাদার নিজেই সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হন। তিনি নিজেও সব সময় সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত থাকতেন। তার বাড়ি ও অফিসে বসানো সিসি ক্যামেরা এবং চলাফেরার ধরন দেখেই এ সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যায়। নিরপত্তার জন্য সরকার অনুমোদিত গানম্যান ছিল তার। এর বাইরেও তিনি যখন চলাফেরা করতেন, তার আগে-পিছে বিশাল মোটরসাইকেলের বহর দেখা যেত।

যশোরের অলিখিত এক অধিপতির নাম ছিলো শাহীন চাকলাদার। এক সময় শহরের এমএম আলী রোডে বাবার রেখে যাওয়া একটি ওষুধের দোকান চালাতেন তিনি। আওয়ামী লীগের এমপি হয়ে দলটির প্রভাবকে আলাদীনের চেরাগ বানিয়ে সেই দোকানি গত ১৫ বছরে চাঁদাবাজি, টেণ্ডারবাজি, চোরাচালান, দখলবাজি করে অন্তত হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েন; হয়ে ওঠেন পুরো যশোরের নিয়ন্ত্রক। স্থানীয়দের কাছে তার পরিচিতি ছিল সন্ত্রাসীদের গডফাদার হিসেবে। ভিন্নমত দমনে সব সময় সন্ত্রাসী বাহিনী ব্যবহার করতেন শাহীন চাকলাদার; এ জন্য টর্চার সেলও ছিল তার। যার ইশারায় গত ১৫ বছর যশোর চলেছে, দল থেকে প্রশাসন পর্যন্ত।

শাহীন চাকলাদার ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য। অন্যকে দমন করে রাজনীতিসহ সব সেক্টরে একক আধিপত্য বিস্তারে তিনি সন্ত্রাসীদের ব্যবহার করতেন। রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করে বেআইনি ও অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়েন শাহীন। যশোরের রাজনীতি, টেন্ডার ব্যবসা, চাঁদাবাজি, চোরাচালান, দখলবাজিসহ সব সেক্টরে একক আধিপত্য প্রতিষ্ঠায় চিহ্নিত অপরাধীদের নিয়ে তিনি গড়ে তোলেন আলাদা আলাদা টিম। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলাম, শাহীন চাকলাদারের চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ওরফে ফন্টু চাকলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এসব গ্রুপের নেতৃত্বে ছিলেন। অবশ্য বিপুল শেষের দিকে এসে কাজী নাবিল গ্রুপে যোগ দেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন শাহীন চাকলাদার। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শাহীন চাকলাদার অবৈধভাবে অঢেল বিত্তবৈভবের মালিক হন। তিনি শহরের কাজীপাড়ায় পৈতৃক বাড়ির বাইরেও বহু স্থানে বানিয়েছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এসবের মধ্যে উল্লেখযোগ্য শহরের চিত্রা মোড়ে ১৭ তলাবিশিষ্ট পাঁচতারকা হোটেল, কাঁঠালতলায় অত্যাধুনিক আলিশান তিনতলা ও বড় বাজারে দোতলা বাড়ি।

কিনেছেন যশোরের ঐতিহ্যবাহী পারভীনা হোটেল। আরবপুর মোড়ে রয়েছে পাঁচতলা বাড়ি, বিমান অফিসের পাশে রয়েছে বাড়িসহ জমি, মাইকপট্টিতে তারই সহযোগী সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমনের সাথে যৌথ নামে জমি, পেট্রলপাম্প, ধর্মতলায় জমি, ঢাকার মহাখালীর ডিওএইচএসে ফ্ল্যাট। এর বাইরেও আত্মীয়স্বজনের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়েছেন শাহীন।

অঢেল সম্পদের মালিক:
আনোয়ারা বেগম নামে একজন স্কুলশিক্ষিকা শহরের চিত্রা মোড়ে তার জমি দখলদারদের হাত থেকে মুক্ত করতে সহযোগিতার জন্য গিয়েছিলেন শাহীন চাকলাদারের কাছে। একপর্যায়ে কোটি টাকা মূল্যের ওই জমি থেকে আগের দখলদারের পাশাপাশি ওই শিক্ষিকাকেও উচ্ছেদ করে নিজেই এ জমি দখল করে নেন শাহীন চাকলাদার। সেই জমিতে তিনি গড়ে তোলেন ১৪তলা বিশিষ্ট ফাইভ স্টার হোটেল ‘জাবির ইন্টারন্যাশনাল’। যা জুয়া ও বড় বড় অনৈতিক কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ৫ আগস্ট ওই হোটেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে একজন বিদেশিসহ ২৪ ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ রয়েছে হোটেলের পাশে গাজী ইলেকট্রিকের দোতলা মার্কেটের একটি বড় অংশও তিনি দখল করে নেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ২০০ বিঘার এড়োলের বিল, মাহিদিয়ায় ১০০ বিঘার বিলের জমি, জগহাটির একটি বিল, শহরের মাইকপট্টির সেলিম নামে এক ব্যক্তির মার্কেটের একাংশ, কাঁঠালতলা এলাকার ঈদগাহের একটি অংশ, শহরের ঘোষপাড়া এলাকার সাধন নামে এক ব্যক্তির ১৫ বিঘা জমি, বকচরে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ, যশোর নড়াইল রোডের বীজ গোডাউনের সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ রয়েছে শাহীন চাকলাদার গংয়ের বিরুদ্ধে। ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের নিলামে চাকলাদারের লোকজন ছাড়া আশপাশে আর কাউকে ভিড়তে দেয়া হতো না। যশোরের ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, সেটেলমেন্ট অফিস, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক মালিকরা শাহীনের লোকজনকে নিয়মিত চাঁদা দিতে বাধ্য হতেন।

এমনকি কোচিং সেন্টারও তাদের চাঁদাবাজির বাইরে ছিল না। শহরের ৬টি প্রবেশমুখ মুড়লী, চাঁচড়া চেকপোস্ট, পালবাড়ি, খাজুরা বাসস্ট্যান্ড ও মণিহারসহ মূল শহরের মোড়ে মোড়ে বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা তুলতেন চাকলাদারের ক্যাডাররা। এমনকি ইজিবাইক, রিকশা ও ভ্যানচালকরাও চাঁদা দিতে বাধ্য হতেন। যশোরের সব সরকারি দপ্তরের টেণ্ডার নিয়ন্ত্রিত হতো শাহীন চাকলাদারের বাড়ির কাঁঠালতলা থেকে।

চাকলাদারের প্রভাব খাটিয়ে তার চাচাতো ভাই সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কাউন্সিলর হাজী সুমন, মোস্তফা, সন্তোষ দত্ত, জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, মশিয়ার রহমান সাগর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ও বিহারি ক্যাম্প এলাকার রবি নিরীহ মানুষের সম্পত্তি দখল করতেন বলে অভিযোগ রয়েছে। চাকলাদারের পৃষ্ঠপোষকতায় তার বাহিনী খুনোখুনিতেও ছিল বেপরোয়া। তাদের বিরুদ্ধে বহু হত্যাকাণ্ড সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বাহিনীর অনেকেই হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। শাহীন চাকলাদার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সমাবেশে তিনি বিরোধী রাজনৈতিক মত-পথের লোকজনকে প্রকাশ্যে দেখে নেয়ার হুমকি দিতেন। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা বরাবরই তার কাছে ছিলেন উপেক্ষিত। নিজের অনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্ন করতে শাহীন চাকলাদার সব জায়গায় বিতর্কিতদের বসিয়ে রেখেছিলেন।

যশোর সরকারি এমএম কলেজের দুটি ছাত্রাবাস ছিল শাহীন চাকলাদারের ক্যাডার বাহিনীর দখলে। এখান থেকে শহরের সব মেস নিয়ন্ত্রণ করা হতো। শিক্ষার্থীদের শাহীন চাকলাদারের মিছিলে যেতে বাধ্য করা হতো। ছাত্রলীগের নামধারীরা নিয়ন্ত্রণ করতো সব ক্যাম্পাস। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনও চলতে বাধ্য হতো তাদের ইশারায়। কলেজের ৪টি পুকুর চাকলাদারের অনুসারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও সাবেক সাধারণ আনোয়ার হোসেন বিপুল দখল করে বিনা ইজারায় মাছ চাষের ব্যবসা করেছেন।

কেশবপুরে শাহীনের নিয়োগ বাণিজ্য :
যশোর-৬ আসনের সাবেক এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর সেখানে উপনির্বাচনে দলীয় হাইকমাণ্ড শাহীন চাকলাদারকে প্রার্থী করে। ২০২০ সালের উপনির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, তিন বছরের মেয়াদে তিন শতাধিক কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রন করেছেন তিনি। উপজেলার হিজলডাঙ্গা গ্রামে শহীদ ফাইট লেফটেন্যান্ট মাসুদ মোমোরয়িাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মশিয়ুর রহমান ১৯ জনের নিয়োগ দেয়ার জন্যে ৬৪ লাখ টাকা দিয়েছেন বলে অঙ্গীকারনামা দিয়েছেন। সেই অঙ্গীকারনামায় তিনি লিখেছেন, কলেজের ল্যাব আ্যাসিসটেন্ট পদে চাকুরিতে নজরুল ইসলামের এমপিওভুক্ত করাতে এক লাখ ৯৫ হাজার টাকা নিয়ে সাবেক সংসদ সদস্য শাহীনের একান্ত সহকারী আলমগীর সিদ্দিকীর কাছে ওই টাকা দিয়েছেন তিনি। এটি গত তিন বছরের নিয়োগ বাণিজ্যের একটি প্রমাণ।
এ ব্যাপারে শাহীন চাকলাদারের একান্ত সহকারী আলমগীর সিদ্দিক বলেন, ‘তিনি কোন থেকে টাকা মশিয়ুর রহামনের কাছ থেকে নেননি। মশিয়ুর রহমান সরাসরি শাহীন চাকলাদারের কাছে টাকা দিয়েছেন’।

উপজেলার মহাদেবপুর রেজাকাটি বগা সেনপুর মাধ্যমিক বিদ্যালয়ের চার মাস বেতন বন্ধ রাখেন তৎতকালীন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন। তিনি ওই বিদ্যালয়ের ৫টি পদে নিয়োগ না দিলে বেতন দেওয়া হবে না বলে জানিয়ে দেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা স্বচ্ছ নিয়োগ দেবেন বলে সিদ্ধন্ত নেন। নিয়োগ বাণিজ্য হবে না বলে জানালে সভাপতি রুহুল আমিন শিক্ষক কর্মচারিদের চার মাস বেতন বন্ধ করে দেন। শাহীনের নির্দেশে একান্ত সহকারী আলমগীর সিদ্দিকী তখন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুল কাশেমকে হুমকি দেন। পরে তাকে পুলিশ দিয়ে হয়রানিও করানো হয়েছে।

শাহীন কেশবপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কখনো বসেননি। তিনি পৌরসভার মেয়রের কক্ষে বসতেন। এ বিষয়ে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিলেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, শেষ তিন বছরে দলের সাথে শাহীন চাকলাদারের সম্পর্ক ছিল অনেকটা প্রভু-ভৃত্যের মতো। তার কথায় ছিল শেষ কথা।

এছাড়া সরকারি কাবিখা কাবিটাসহ সব প্রকল্প সম্পন্ন করতেন মোটা অংকের অর্থের বিনিময়ে। ক্ষমতার দাপটে তিনি একের পর এক দখল করতে থাকেন সেখানকার সব মাছের ঘের। তার অপকর্মে স্থানীয় রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন। তারই ফলে ২০২৪ সালের নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হয়েও একই দলের স্বতন্ত্র প্রার্থী বয়সে তরুণ আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন শাহীন।

শাহীন চাকলাদার দেশে না বিদেশে, এ নিয়ে দুই ধরনের তথ্য মিলছে। কেউ বলছেন, তার ফাইভ স্টার হোটেলের ম্যানেজার কলকাতার বাসিন্দা হওয়ায় তার মাধ্যমে তিনি পুটখালী সীমান্ত হয়ে ভারতে পাড়ি জমিয়েছেন। কেউবা বলছেন, জনগণ ও প্রশাসনের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ভারতে যাওয়ার কথা প্রচার করে যশোরেই আত্মগোপনে আছেন তিনি। এ শহরে বসেই এখনো সব কার্যক্রম পরিচালনা করছেন শাহীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরের কর্মী সমাবেশে গণভোটে হ্যাঁ প্রতিকে ভোট দেয়ার আহবান মামুনুল হকের

নভেম্বর ১৯, ২০২৫

জাপাকে নির্বাচনের সুযোগ দিলে নির্বাচন বয়কট করবে গণঅধিকার : রাশেদ খান

নভেম্বর ১৯, ২০২৫

ভারত বধে উৎসবের রাত বাংলাদেশের

নভেম্বর ১৮, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.