প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী কাজী নাবিল আহমেদকে পুনরায় বিজয়ী করতে লেবুতলায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এ মিছিলের আয়োজনে করে। এতে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন।
মিছিলটি তেঁতুলতলা বাজারে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে যশোর-মাগুরা মহাসড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় নৌকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। সন্ধ্যায় খাজুরা বাজার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসহাক হোসেন, আব্দুল খালেক, মোরশেদ হোসেন ও শাহাদত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খেলাফত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, স্বপন কুমার মিত্র প্রমুখ।
শিরোনাম:
- ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
- চৌগাছায় ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচারে অভিযোগে
- যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থী লিটনের মনোনয়ন জমা
- হাফেজ নুরুজ্জামানের জীবন বাঁচাতে সাহায্য প্রার্থনা
- যশোরে টানা তীব্র শীতে নাকাল জনজীবন ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ভোগান্তি
- মণিরামপুরে শিয়ালের কামড়ে চারজন আহত, হাসপাতালে প্রতিষেধক নেই
- খুলনা-৬ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
- হাদির হত্যাকারিদের বিচার দাবিতে যশোরে মানববন্ধন ও মিছিল
