Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চাঁদা না দেয়ায় ঝিকরগাছায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • জীবননগর জামায়াতের মহিলা সমাবেশে রুহুল আমিন
  • ১৫ বছর ধরে দেশে চলেছে স্বৈরশাসন
  • পৌর নাগরিক কমিটি যশোরের সভা অনুষ্ঠিত
  • বাসে অগ্নিসংযোগ, ককটেল উদ্ধারসহ নানা ঘটনায় যশোরে আ.লীগের লকডাউনের প্রথম দিন পার
  • শনিবার যশোর আসছেন সাংবাদিক মাহমুদুর রহমান
  • যশোরে আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আটক তিন নেতা কারাগারে
  • সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, নভেম্বর ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নৌকার পক্ষে কাজ করছেন এসি ল্যান্ড : ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৩No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্যের পক্ষে কাজ করছেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছান আলী। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনের টানা দুবারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি।
সংবাদ সম্মেলনে ইয়াকুব আলী অভিযোগ করেন, নৌকার সমর্থকেরা তার ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা করছেন। গত চার দিনে ছয়টি ঘটনায় তার অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সর্বশেষ বুধবার রাতে উপজেলার কাশিমপুর এলাকায় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় হামলাকারীরা। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। এসব হামলায় স্বপন ভট্টাচার্যর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য ও তার ভাগনে যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী নেতৃত্ব দিয়েছেন বলে ইয়াকুব আলীর অভিযোগ।
জেলা কৃষক লীগের সহ-সভাপতি বলেন, আমি নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলাম। এক পর্যায়ে কাশিমপুর এলাকায় আমার গাড়িবহর পৌঁছলে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য্যের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা বহরে থাকা ছয়টি মোটরসাইকেল, দুটি মাইক্রোবাস ও আমার নিজস্ব গাড়ি ভাঙচুর করে।
এর আগে উপজেলার মদনপুর, রোহিতা, কুয়াদা এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন স্বপন বপন ভট্টাচার্য্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য্য, তার ভাগ্নে যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। নির্বাচনকে কেন্দ্র করে আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আওয়ামী লীগ নেতা জিএম মজিদসহ বেশ কয়েকজনকে প্রকাশ্যে বিভিন্ন সমাবেশে নৌকার কর্মীরা হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন। এছাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন চরমপন্থিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারা সবাই নৌকার প্রতীকের পক্ষে কাজ করছেন।
স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী সংবাদ সম্মেলনে বলেন, যেসব জায়গায় তারা হামলার শিকার হচ্ছেন সেইসব স্থানে এসি ল্যান্ড হাছান আলী উপস্থিত হচ্ছেন। সেখানে গিয়ে নৌকার সমর্থকদের জরিমানা না করে উল্টো যারা মার খাচ্ছেন, তাদেরই জরিমানা করছেন। এগুলো উদ্দেশ্যমূলক।
এসিল্যান্ড হাসান আলীকে প্রত্যাহার ও অবাধ সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান স্বতন্ত্র এ প্রার্থী।
তবে এ অভিযোগ অস্বীকার করে হাছান আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মনগড়া। যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদেরই জরিমানা করা হয়েছে। সেটা কোন দল, তা বিবেচ্য বিষয় নয়। তার অভিযোগ মিথ্যা।
আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য অবশ্য দাবি করেছেন, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থীর এসব অভিযোগ। আমার বিরুদ্ধে ৫-৬টি অভিযোগ দিয়েছে। নির্বাচনে ছোট খাটো বিষয় নিয়ে কর্মীদের ঝামেলা হয়। স্বতন্ত্র প্রার্থী অরাজনৈতিক লোক। উনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সঙ্গে কথা বলতে কয়েক দফা তার মোবাইলে কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
তবে যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, যশোর-৫ (মণিরামপুর) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ছাড়াও আছেন জাতীয় পার্টির এম এ হালিম, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা এবং ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী।

মণিরামপুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

চাঁদা না দেয়ায় ঝিকরগাছায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

নভেম্বর ১৪, ২০২৫

জীবননগর জামায়াতের মহিলা সমাবেশে রুহুল আমিন

নভেম্বর ১৪, ২০২৫

১৫ বছর ধরে দেশে চলেছে স্বৈরশাসন

নভেম্বর ১৩, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.