পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার হরিঢালী পল্লী বিদ্যুৎ সাব স্টেশনে ট্রান্সফরমারে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সাবস্টেশনটি উপজেলার দক্ষিণ সলুয়া-রামনাথপুরে অবস্থিত।
জানা যায়, বুধবার ভোর ৬ টার দিকে একটা পাওয়ার ট্রান্সফারমারে হঠাৎ ধোঁয়া দেখে কেন্দ্রের লাইন্সম্যান সিদ্দিকুর রহমান ও সিকিউরিটি ম্যান অশোক কুমার সাহা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সংবাদ পেয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সহকারী সিনিয়র পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম,পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিজিএম জানান, দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল। তবে দ্রুত লাইন বন্ধ করে দেয়ায় সেটা আর হয়নি। আমরা আবার বিদ্যুৎ লাইন চালু করে দিয়েছি। কুয়াশার কারণে কাউকে দেখতে পায়নি দায়িত্বরতরা। এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার চেষ্টা করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি
- হরিণের ফাঁদে আটকা বাঘ দেখতে হাজারো মানুষের ভিড়
- সামাজিক বনায়নে সাফল্য এনেছে কোটচাঁদপুরসহ ৩টি উপজেলা
- মাগুরায় ভোক্তার অভিযানে গ্যাস ডিলারকে লাখ টাকা জরিমানা
- যশোরে দুই দিনব্যপি ব্যঞ্জন উৎসব শুরু
- খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
- যশোরে দুই সহিংস ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক
- কুয়াশার চাদরে অন্য রকম যশোর
