বাংলার ভোর প্রতিবেদক
দ্বিতীয়বারের মত জমকালো আয়োজনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ বাংলা বিভাগের মিলন মেলা-২০২৫ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি বর্ণিল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা এক মিনিটে কলেজ ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীবের পাদদেশে অনুষ্ঠানের লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন ষাটের দশকে বাংলা বিভাগের স্নাতক তৃতীয় ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক আখতার হোসেন, বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহবায়ক কামরুজ্জামান আজাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব মনিরুল ইসলাম। সভায় মিলন মেলা অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ১১টি উপ পরিষদ গঠন করা হয়। এর মধ্যে অভ্যর্থনা ও আবাসন উপ পরিষদের আহবায়কের দায়িত্বে সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, অর্থে হায়াতুজ্জামান মুকুল, আপ্যায়নে জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকে আজিজুল হক কাজল, স্মরণীকায় শাহনাজ বেগম, অনুষ্ঠানে শাহরিয়ার সোহেল, উপহারে রফিকুল ইসলাম, প্রচার ও যোগাযোগে ইমদাদুল হক, নিবন্ধনে তাহমিনা খাতুন, সাজসজ্জায় নিলুফা ইয়াসমিন এবং শোভাযাত্রা উপ পরিষদের আহবায়ক বিভাষ হালদারজহ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বিকালে কলেজ ক্যাম্পাসের মধুমঞ্চে স্মৃতিচারণ, আড্ডা ও পিঠা উৎসব এবং দ্বিতীয় দিন সকালে প্রাতঃরাশ গ্রহণ শেষে ক্যাম্পাস থেকে বের হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পরে রম্য বিতর্ক ও স্মৃতিচারণ শেষে মধাহ্ন ভোজ হবে। বিকালে শিক্ষক সম্মননা ও পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দুইদিনের অনুষ্ঠান শেষ হবে। এর আগে ২০২২ সালে প্রথম বারের মত মাইকেল মধুসূদন কলেজের সবচেয়ে প্রাচীন বাংলা বিভাগের বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়।
##

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version