বাংলার ভোর প্রতিবেদক

যশোরে নাশকতার তিন মামলায় বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র ২৩ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নেতাকর্মীরা হলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শামছুর রহমান, যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, রায়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম সৌদি, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শিকদার, ইমদাদুল হক, আবু তালেব, রবিউল ইসলাম, মো. শওকত, হারুন অর রশিদ, সাহেব আলী, মো. মুকুল হোসেন, নাজমুল হোসেন, আবু তালেব (২), হায়দার আলী, সিরাজুল ইসলাম, আব্দুল হালিম, তৌহিদুল, আলমগীর হোসেন, রাজু আহমেদ, ইব্রাহিম খলিল, গোলাম সরোয়ার।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version