নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী রনজিৎ রায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি মন্ডল। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তারা। রনজিৎ রায়ের আইনজীবী তানজিমুল আলম এবং সুকৃতি মন্ডলের আইনজীবী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গতকাল এ দিন নির্ধারণ করেন। ওই দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৯ ডিসেম্বর এনামুল হক প্রার্থিতা ফিরে পান। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
শিরোনাম:
- ফ্যামিলি কার্ড পেতে কাউকে বিএনপি করতে হবে না : অমিত
- যশোরে পোস্টাল ব্যালটের নিরাপদ সংরক্ষণ ও সুষ্ঠু ভোটগ্রহণের প্রস্তুতি
- যশোর-৩ আসনে লাঙ্গলের জয় নিশ্চিত করতে জাতীয় পার্টির প্রস্তুতি সভা
- খুলনা বিভাগ দখলের লড়াইয়ে জামায়াত-বিএনপি
- ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না : সাতক্ষীরায় জামায়াত আমির
- যশোরে দুঃস্থ মহিলাদের ছাগল দিল সেভ সোসাইটি
- অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন
- মাগুরায় চাঞ্চল্যকর টিটো মন্ডল হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
