নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী রনজিৎ রায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি মন্ডল। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তারা। রনজিৎ রায়ের আইনজীবী তানজিমুল আলম এবং সুকৃতি মন্ডলের আইনজীবী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গতকাল এ দিন নির্ধারণ করেন। ওই দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৯ ডিসেম্বর এনামুল হক প্রার্থিতা ফিরে পান। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
শিরোনাম:
- যশোর শহরে আরও ১৭টি ‘মিনি টাওয়ার’ লাইট উদ্বোধন
- যশোর জেনারেল হাসপাতালের সামনে উচ্ছেদের পর ফের দৈনিক ভাড়ায় দখল!
- বর্ষীয়ান বামনেতা ইলাহদাদ খান আর নেই
- যশোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২
- পকেটে ককটেল বিস্ফোরণ রক্তাক্ত ‘পিচ্চি রবি’ আটক
- চৌগাছায় ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ
- যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত
- ঝিকরগাছা মহিলা কলেজে ৬ অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান