চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় সুখপুকুরিয়া সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই ।
উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাসিন্দা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলামিন ও জহির রায়হান সংগ্রহ করা প্রায় ১ হাজার তালের চারা বুধবার একযোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তা, রাস্তার পাশে পতিত জমি ও জমির আইলে রোপণ করেছেন। এ সময় তাদের সাথে অংশ নেন জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষ।

কর্মসূচির উদ্বোধন করেন ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আজাদ হোসেন,হাবিবুর রহমানসহ অন্যরা। উদ্বোধনের পর থেকে সারিবদ্ধভাবে সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ করার কাজে ব্যস্ত আলামিন, জহির রায়হান ও তাদের পিতা ইদ্রিসসহ এলাকার যুবকরা।

কর্মসূচির উদ্যোক্তা কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলামিন ও জহির রায়হান বলেন, আমরা দুইভাই দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা যখন বেড়েই চলেছে ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বজ্রপাত নিরোধী বৃক্ষ তালগাছ রোপণের এক উদ্যোগ নিয়েছি। গ্রামের সড়ক ও পতিত জমিতে পর্যায়ক্রমে ১ হাজার তাল গাছের চারা রোপণের অংশ হিসেবে কিছু গাছ রোপণ শুরু করেছি।

সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বলেন, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার যুবকদের মধ্যে থেকে আলামিন ও জহির রায়হানের তালগাছ রোপণের উদ্যোগকে আমি স্বাগত জানাই। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এই কল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করছি তাদের দেখে অন্য এলাকায় তাল গাছের বীজ রোপণে উৎসাহিত হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version