বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্যের মধ্যে চলমান অস্থিরতা ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর প্রেসক্লাবের সামনে ছাত্র জনতা ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, কওমী ছাত্র ঐক্য পরিষদ ও খেলাফত ছাত্র মজলিস।
মানববন্ধনে নেতৃত্ব দেন আবু দারদা নাইম। এছাড়া উপস্থিত ছিলেন আজিজুর রহমান, আল মামুন লিখন, শফিকুল ইসলাম, মো. রাতুল, ইমরান হুসাইন, রেজওয়ান হোসেন, মাসুদ ইসলাম, এস কে সোহান, আরিফ বিল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, লাখি ও গণজাগরণ মঞ্চ ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে।
মানববন্ধনে মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত আছিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া, তারা জুলাই বিপ্লবে পূর্বের ন্যায় সকলে এক সাথে ঐক্যবদ্ধভাবে, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান 1
Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version