বাংলার ভোর প্রতিবেদক:
ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক আমজাদ হোসেন টিটোর বিরুদ্ধে অবশেষে আদালতে মামলা হয়েছে।
৩ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরে ব্যবসায়ী শাহনেওয়াজ মল্লিক বাদী হয়ে চেক ডিজঅনার মামলাটি করেন বলে জানান অ্যাডভোকেট তারিকুল এনাম অনিক।

ব্যবসায়ী শাহনেওয়াজ মল্লিক জানান, ২০২০ সালের ১৭ ডিসেম্বর ভারত থেকে এলসি পণ্য কেয়ারিং/বহন করে আনার জন্য টিটোকে সতের লাখ টাকার হার্ডওয়ার পণ্য প্রদান করি। এছাড়াও ওই পণ্য কাস্টমস ছাড় করানোর জন্য প্রতারণা করে ১ লাখ ১০ হাজার টাকা নেয় টিটো। কিন্তু অদ্যাবধি পণ্য কেয়ারিং/বহন টাকা ফেরত প্রদান করেননি।

ঢাকার ব্যবসায়ী শাওন বলেন, টিটো আমার কাছ থেকে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য এলসি বাবদ পণ্য কাস্টমস ক্লিয়ারেন্স করার জন্য ৬৩ হাজার টাকা নিলেও কাজ বা পণ্য কিছুই দেয়নি।

বিপ্লব নামে বেনাপোলের এক ব্যবসায়ী জানান, টিটো তার বউয়ের বাচ্চা ডেলিভারির কথা বলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিলেও তা ফেরত দেয়নি।

মহসিন নামে এক চা দোকানদার বলেন, টিটো আমার দোকান থেকে ১০৩০ টাকা বাকি খেয়ে আজও সেই টাকা পরিশোধ করেনি।

ইয়ানুর নামে এক ব্যক্তি জানান, টিটোর বউ বিপদের কথা বলে আমার হাত-পায়ে ধরে ৫০ হাজার টাকা ধার নেয়।

রহিম নামে এক ব্যক্তি জানান, টিটো কাস্টমস থেকে পণ্য ছাড় করার জন্য আমার কাছ থেকে ১ লাখ টাকা ধার নিলেও ফেরত দেয়নি।

এ বিষয়ে ফোনে টিটোর কাছে জানতে চাইলে তিনি জানান, হ্যাঁ, আমার কাছে অনেকে টাকা পাবে, এটা সত্য। তবে, আস্তে আস্তে আমি সবার টাকা পরিশোধ করে দেব। এতো দিনেও কারও টাকা শোধ করেননি কেন জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version