শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভারতে জেলখানায় আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ১২ মে মধু সংগ্রহের জন্য সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট অফিস থেকে পাস পারমিট নিয়ে তারা নদীপথে সুন্দরবনে যান। ২৪ মে বাংলাদেশ ভারত সীমান্ত নদী থেকে ভারতের বনবিভাগ তাদের আটক করে। বর্তমানে তারা ভারতের বারাইপুর জেলখানায় আটক রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের হাফিজুল ইসলাম, হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের দিদারুল ইসলাম, নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের ইসমাইল হোসেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের লোক বন্দি থাকায় পরিবারগুলো চরম দুশ্চিন্তা এবং আর্থিক সংকটে ভুগছে।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের মুক্তি দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দিদারুল ইসলামের স্ত্রী রেহানা বেগম। এ সময় অন্য পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।
শিরোনাম:
- ঘুসের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
- যশোরে খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনায় জমিয়াতুল মোদার্রেছীনের দোয়া
- বেগম খালেদা জিয়া জনকল্যাণে আত্মনিয়োগ করেছিলেন : অমিত
- জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ
- যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ঘটনায় মূল শুটার ত্রিদিব চক্রবর্তী আটক
- ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- বেনাপোলে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- যশোরে প্রাথমিক শিক্ষা অফিসার আলমের মুক্তির দাবিতে মানববন্ধন
