শার্শা সংবাদদাতা

দেশের বিভিন্ন সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১৩ কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর করেছে ভারত সরকার।
মঙ্গলবার বিকেল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।
ফেরত আসা কিশোর কিশোরীকে আইনি সহায়তা দিতে রাইটস যশোর ৬ জন , জাস্টিস এন্ড কেয়ার ৫ জন ও বিএল ডাবলু ২ জনকে গ্রহণ করেছে। ফেরত আসাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ১৩ কিশোর কিশোরীকে আইনী সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বিএল ডাবলু নামে তিনটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version