বাংলার ভোর প্রতিবেদক
প্রেম করে বিয়ে করা স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজনেরা ফিরিয়ে নিয়ে যাওয়ায় চরম হতাশায় ভুগছিলেন যশোরের কোতোয়ালী থানা এলাকার এক যুবক। সেই হতাশা থেকেই বসতঘরের আড়ার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

নিহতের নাম জিসান (২০)। তিনি কোতোয়ালী থানার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের বাসিন্দা।

শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে ৪টায় জিসান তার নিজ বসতঘরে গলায় ফাঁস দেন। স্থানীয় সূত্রের খবর, প্রেম করে বিয়ে করার পর মেয়ের মা-বাবা তাকে বাড়ি নিয়ে যান। এর ফলেই জিসান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

একপর্যায়ে মানসিক চাপ সামলাতে না পেরে এমন পদক্ষেপ নেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন।

চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জিসানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, ভিকটিমের মরদেহ পরবর্তী কার্যক্রম ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Exit mobile version