বাংলার ভোর প্রতিবেদক 
যশোরের মনিরামপুরে ওলিয়ার রহমান (৩১) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।
ওলিয়ার রহমান উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি মুন্সিখানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে। মনিরামপুর বাজারে তাঁর ‘মাছের বাড়ি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ওলিয়ার রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ৫ আগষ্টের আগে কোতয়ালি থানার একটি মামলায় ওলিয়ারকে গ্রেফতার করা হয়েছে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার বালিয়াডাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে গুলিবর্ষণ ও বোমার বিষ্পোরন ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের জীবননাশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ওলিয়ার রহমানকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
আজ (সোমবার) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ওরিয়ার রহমানের শ্বশুর আব্দুল আলিম বলেন, রোববার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওলিয়ার। রাত ১টার দিকে মনিরামপুর থানা পুলিশ তাকে বাড়ি থেকে তুলে আনে। এরপর আজ দুপুর দুইটার দিকে ওলিয়ারকে যশোর কোতয়ালি থানায় সোপর্দ করে পুলিশ। বিকেলে পুলিশ তাকে আদালতে পাঠায়।
ওলিয়ার রহমানের আইনজীবী তাজউদ্দীন বলেন, বিকেলে পুলিশ ওলিয়ার রহমানকে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক গোলাম কিবরিয়ার আদালতে হাজির করে। তখন আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version