মণিরামপুর সংবাদদাতা

ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ভাতা প্রদানের বিপরীতে টাকা নেয়ার ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এমন তথ্য ও প্রমাণ মিলেছে।
জানা যায়, মণিরামপুর উপজেলার ৭ নং খেদাপাড়া ইউনিয়নে গত ৫ জুন প্রতিবন্ধী ভাতা বই প্রদান করা হয়। ওই দিন বেশ কয়েকটি ওয়ার্ডে পরিষদ থেকে বই ও টাকা প্রদান করা হয়। অভিযোগ ওঠে প্রত্যেক ভাতাভোগীদের কাছ থেকে ১৬০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত অর্থ আদায় করা হয়। অভিযোগকারী জালালপুর গ্রামের আমির হোসেন জানান আমি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি এই টাকা আদায় করছে কিন্তু সেখানে আমির হোসেনের ভাতাভোগী পিতা মাতাও ছিলেন।

বিষয়টির সত্যতা যাচাইয়ে এ প্রতিবেদককে আমির হোসেনের পিতা-মাতা জানান, আমাদের কাছ থেকে কোন টাকা পয়সা নেয়নি তারা আরো বলেন আমার ছেলে না জেন এসব করেছে, আমরা ছেলেকে নিষেধ করেছি এমন কাজ না করতে। এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ ‘বাংলার ভোর’ কে বলেন আমির আলীর বাবা মায়ের প্রতিবন্ধী বই আমি করে দিয়েছি কিন্তু তিনি অন্য কারো কথায় এবং আমার জনপ্রিয়তা ও ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে। সামান্য অর্থের লোভে আমির হোসেন এমন কাজ করতে পারে যা আমার কল্পনার বাইরে তবুও তাকে আমি ক্ষমা করে দিয়েছি কারণ সে আমার ইউনিয়নের লোক।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version