মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লড়াই কিন্তু শেষ হয়নি, লড়াই সংগ্রাম অনেক রয়ে গেছে। আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে আমরা একই স্লোগান দিবো। এ সময় তিনি স্লোগান দেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। বৃহস্পতিবার সকালে মাগুরা শহরে নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টীম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল
সাবেক জেলা আমীর আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নুরুল ইসলাম সাদ্দাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশিক খান,জেলা সেক্রেটারি ও মুসলিম বিভাগ শ্রী উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।

Share.
Exit mobile version