মাগুরা প্রতিনিধি
রাজনীতি ও খেলার মাঠ সমান তালে সামলে নিতে চান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, রাজনীতি ও ক্রিকেট মাঠে সক্রিয় থাকতে চাই। আপাতত নিজের নির্বাচনী কাজ করব। বিজয়ী হলে নিজের এলাকায় উন্নয়ন কাজ চালিয়ে যেতে চাই।
গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাকিব আল হাসান। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সাকিব আল হাসান বলেন, যদি সুযোগ পাই আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে কাজ করার।
সবার কথা শুনব, সবার পরামর্শ নেব। সব শুনে সমষ্টিগতভাবে পুরো মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব।
রাজনীতিতে পরিবর্তন আনার বিষয়ে এই অলরাউন্ডার বলেন, খেলার মাঠে যেমন সক্রিয় ছিলাম। রাজনীতির মাঠেও সক্রিয় থাকতে চাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে নেমেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ সোমবার মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে সাকিবকে নৌকা প্রতীক তুলে দেন।
এর আগে সাবিক আল হাসান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শিরোনাম:
- যশোরে তিন উড়ন্ত ছিনতাইকারী আটক : মোবাইল উদ্ধার
- যশোরে ২৫ সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের কমিটি ঘোষণা
- যশোরে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
- ইছামতিতে বড়শিতে উঠলো ১৬ কেজির পাঙ্গাস
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শার্শায় অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা
- সরকারি টেণ্ডারে পুকুর ভরাট!
- ভালবাসার খামে চারুপীটকে টিফিনের টাকা দিল শিশুরা
- ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলছে পণ্যবোঝাই ভারি যান

