বাংলার ভোর প্রতিবেদক

মাদক বিক্রি করতে অস্বীকার করায় প্রতিপক্ষের হামলায় নয়ন হোসেন (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।

তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বেলে মাঠ পাড়া গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নয়ন জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের মোমিন হোসেন নামে এক গাঁজা কারবারি তাকে দিয়ে জোরপূর্বক মাদক বিক্রি করিয়ে আসছিলো।

কিন্তু সরকার পতনের পর নয়ন আর মাদক বিক্রি করবে না বলে জানিয়ে দেয়। এরপর থেকেই তাকে আবারও মাদক বিক্রির জন্য বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিলে মোমিন গং।

শনিবার সকালে মোমিনসহ অজ্ঞাত ৭/৮ জন নয়নের বাড়িতে হামলা করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানান, আহতের শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version