বাংলার ভোর প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) উদ্যোগে রোববার সকালে উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি ছিলেন বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, বিএসপির আজীবন সদস্য আলমগীর কাইয়ুম।

বিএসপির সভাপতি কবি আহমেদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কবি ও গীতিকার এডিএম রতন, অধ্যাপক মঞ্জুয়ারা সোনালী, কবি বকুল হক, কবি ও গীতিকার আবুল হাসান তুহিন, নাট্যকার মো. শিপন, কবি শরিফুল আলম প্রমুখ।

অনুষ্ঠাতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

Share.
Exit mobile version