বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অবস্থিত ‘মানুষের পাশে আমরা’ সংগঠনের উদ্যোগে ৫শ’ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে সংগঠনটি ইতফার বিতরণের আয়োজন করে। সংগঠনের সদস্যরা টিফিনের টাকা জমিয়ে এবং কিছু সদস্য প্রাইভেট পড়িয়ে অর্থ সঞ্চয় করে সমাজের দরিদ্র মানুষদের জন্য সহায়তা প্রদান করেন। তাদের পরিবারও এই উদ্যোগে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু,  বাংলার ভোর পত্রিকার সম্পাদক (মানবসম্পদ) আব্দুল ওয়াহাব মুকুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক এসএম সোহেল, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. অনিক পারভেজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ ও সাইমা আক্তার এবং সদস্যরা ইয়ামিন, তাহমিদ আনজুম, তানিসা, তন্ময়, নাইম, সাকিব, মুহিন, নাদিম প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ জানান, সমাজের সকল স্তরের মানুষ যাতে রমজানের এই পবিত্র মাসে সঠিকভাবে ইফতার করতে পারেন। তাদের এই ছোট্ট প্রয়াস সমাজের অসহায় মানুষদের জন্য। যাতে তারা ভালো ভাবে ইফতার করতে পারে। এমন উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা প্রকাশ করেছে। যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সমাজের অসহায়দের জন্য সহায়তা পৌঁছাতে পারে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version