বাঘারপাড়া সংবাদদাতা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা প্রতিবারই করেন পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে এবার বাঘারপাড়া থানা পুলিশের এক মহিলা সদস্য পরীক্ষার্থীর পাশে থেকে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাড়িকেলবাড়িয়া থেকে বাঘারপাড়া ফাজিল মাদ্রাসায়া পরীক্ষা দিতে আসেন এক পরীক্ষার্থী। সঙ্গে নিয়ে আসেন তার ৬ মাস বয়সের বাচ্চা শিশুকে। পরিবার ও স্বজনদের কেউ শিক্ষার্থীকে পরীক্ষা দিতে রাজি ছিলেন না। সেই কারণে শিক্ষার্থীর সঙ্গে কেউ আসেননি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে বাচ্চাকে নিয়ে প্রবেশ করেন মা পরীক্ষার্থী। এ সময় শিশু বাচ্চাকে নিজ দায়িত্বে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নিজের কাছে রেখে ডিউটি করেন বাঘারপাড়া থানা পুলিশের কনস্টেবল তানিয়া।
পুলিশ সদস্য তানিয়া বলেন, বাচ্চা নিয়ে পরীক্ষা দেয়া খুবই কষ্টকর। এতে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন দেখলাম পরীক্ষার্থী বাচ্চা নিয়ে এসেছে সঙ্গে পরিবারের কেউ আসেনি। আমি তখন বাচ্চাটাকে নিয়ে ডিউটি করেছি। বাচ্চার মা যাতে টেনশনমুক্ত থাকতে পারে তার জন্য মাঝে মাঝে বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে গেছি। এটা আমার দায়িত্ববোধ থেকে করেছি।
বাঘারপাড়া থানার ওসি সাহাদৎ হোসেন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের যে কোন সেবা দিতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে ।
শিরোনাম:
- বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত
- উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী : যশোরে তিন দিনব্যাপি কর্মসূচি শুরু
- ‘বেওয়ারিশ’ ট্রলিতে মিলল রোগী ভাগানো দালালের সন্ধান
- ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনার মামলা
- অবশেষে মহাসড়ক থেকে সরলো ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার
- যশোরে বজ্রপাতে নিহতের ৫৫.৫৬ শতাংশই কৃষক
- যশোরে যুবদলের প্রচারপত্র বিলি
- কোটচাঁদপুরে কৃষককে কুপিয়ে জখম
