বাংলার খেলা প্রতিবেদক
যশোরে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক গ্রামের কাগজ। রানার্স আপ হয়েছে দৈনিক বাংলার ভোর। শুক্রবার শহরের টাউন হল মাঠে ফাইনালে ম্যাচে দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান ছিল ১-০ গোল। ফাইনালে জয়সূচক গোলটি করেন গ্রামের কাগজ একাদশের রবিউল।

তিন গোল করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দৈনিক বাংলার ভোরের টিংকু। ফেয়ার প্লেয়ার নির্বাচিত হয় যৌথভাবে টিএসআই কবিরুল ইসলাম ও ডা. আর পি রায়।

ম্যাচে দৈনিক গ্রামের কাগজের পক্ষে অংশ নেন, রুপক, মাহফুজ, আরিফ, রনি, এখতিয়ার, রবিউল, দৈনিক বাংলার ভোরের পক্ষে অংশ নেন টিংকু, রুবেল, প্রান্ত, ইউসুফ, রাম, পলাশ। ম্যাচটি পরিচালনা করেন সিরাজুল ইসলাম।

আশ্রম রোডের নবীন প্রবীণ একাদশ ক্লাব আয়োজিত টুর্নামেন্টে দৈনিক বাংলার ভোর একাদশ, আধুনিক ছাপা ঘর একাদশ, নবীন প্রবীণ একাদশ, দৈনিক গ্রামের কাগজ একাদশ অংশগ্রহণ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজের জেলা প্রধান এইচ আর তুহিন ও দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version