বাংলার ভোর প্রতিবেদক
যশোরের আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার (টার্ক) এ ‘এডাব’-এর আয়োজনে আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে তিন দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন এডাব যশোর জেলা শাখার সদস্য সচিব ও ল্যাম্ফের নির্বাহী পরিচালক মোঃ আহসান হাবিব। তিনি এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য ও প্রযুক্তির এই যুগে আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।

প্রধান অতিথি মো. হুসাইন শওকত তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওগুলোর অবদান রয়েছে।

তিনি প্রশিক্ষণের বিষয়বস্তু ও এডাবের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণটি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব যশোর জেলা শাখার সভাপতি ও সুসমাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এনএনএম মুজিবুদ্দৌলা সরদার কনক। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি শাহজাহান নান্নু।

এছাড়া, খুলনা বিভাগের সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও খুলনা জেলার ২৬টি এনজিও’র প্রতিনিধিরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, তথ্যের আদান-প্রদান এবং এনজিওগুলোর কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version