বেনাপোল সংবাদদাতা
বেনাপোল চেকপোস্ট কাস্টমস বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুল সালাম (৫০) নামে একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।

ভারত থেকে পাসপোর্টযোগে দেশে আসার সময় কাস্টমস চেকের তার ল্যাগেজ তল্লাশি করার সময় বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩২,২০০ কানাডিয়ান ডলার ও ৩৬,৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার হয়।

মুন্সিগঞ্জ জেলার আব্দুল সালামের পাসপোর্ট নাম্বার এ ০৯৬১২০১৫।

পাসপোর্ট যাত্রী সালাম জানায় তাকে কোলকাতা থেকে সুমন নামে একজন ব্যক্তি টাকাগুলো দেয়। যা যশোরে এক ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার বলেন, সালামের ল্যাগেজের ভিতর বিশেষভাবে লুকায়িতভাবে রাখা ডলারের এ চালানটি পাওয়া যায়। উদ্ধারকৃত ডলারের বাংলাদেশী মূল্য ৬০ লাখ টাকা।

তিনি আরো জানান সিজারলিস্ট করার পর উর্ধতন কর্মকর্তাদের পরামর্শে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version